বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

লেবাননে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১১:৩১ এএম

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নৌবাহিনীর যে ২১ সদস্য আহত হয়েছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ে অবস্থান করছিলেন। বিস্ফোরণে জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

এরআগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে আহতের সংখ্যা ১৯ জন জানানো হয়।

এরআগে লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন জানান, বিস্ফোরণে সাধারণ কোনো বাংলাদেশি নিহত বা আহত হননি। তবে কয়েকজন সামরিক বাহিনীর সদস্য কিছুটা আহত হয়েছেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, বৈরুতে অবস্থান করা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে মোট ১১০ সদস্য ছিল। কিন্তু ঘটনাটি সন্ধ্যার আগ দিয়ে হওয়ায় ওই সময় অনেকেই জাহাজে ছিলেন না।

উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (স্থানীয় সময়) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ হাজার মানুষ আহত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
সামিউল ইসলাম ৫ আগস্ট, ২০২০, ১১:৩৪ এএম says : 0
বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হোক
Total Reply(0)
ফিরোজ আহমেদ ৫ আগস্ট, ২০২০, ১১:৩৪ এএম says : 0
আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো
Total Reply(0)
আব্দুল মতিন ৫ আগস্ট, ২০২০, ১১:৩৬ এএম says : 0
আহতদের ভিতরে যারা সাধারণ বাংলাদেশী আছে তাদের খোঁজ খবর নেয়া উচিত
Total Reply(0)
মোঃ আনিসুর রহমান ৫ আগস্ট, ২০২০, ১২:০৫ পিএম says : 0
আল্লাহ সবাইকে হেফাজত করুন,
Total Reply(0)
Karim ৫ আগস্ট, ২০২০, ১:০১ পিএম says : 0
অত্যন্ত দুঃখজনক ঘটনা
Total Reply(0)
লিটন ৫ আগস্ট, ২০২০, ১:০২ পিএম says : 0
ঘটনায় লেবানন সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করতে হবে
Total Reply(0)
তামিম ৫ আগস্ট, ২০২০, ১:০৫ পিএম says : 0
দীর্ঘদিন অ্যামোনিয়াম নাইট্রেট এর মত অত্যন্ত ভয়াবহ বিস্ফোরক অসতর্ক অবস্থায় ফেলে রাখার ফলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশেও পুরাতন ঢাকায় জনবহুল এলাকায় এরকম কেমিক্যালের গুদাম রয়েছে সরকার বারবার সতর্ক করা সত্ত্বেও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানো যায়নি ফলে এ ধরনের ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ ও।
Total Reply(0)
ওবায়দুল ৫ আগস্ট, ২০২০, ১:০৬ পিএম says : 0
হতাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ‌
Total Reply(0)
আব্দুর রাজ্জাক ৫ আগস্ট, ২০২০, ১:০৭ পিএম says : 0
দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন