বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগতির আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ

রামগতি( লক্ষ্মীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৩:০৬ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণরোদে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।গত মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন এ নির্দেশ দিয়েছেন।জানা গেছে, ঈদের দিন থেকে আলেকজান্ডার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে (আলেকজান্ডার মেঘনা বিচে) মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে নদীর তীরে ঘুরতে আসছেন হাজার হাজার মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে কিশোর ও যুবকরা বাস-ট্রাক ভাড়া করে উচ্চস্বরে গান বাজিয়ে নদী পাড়ে আসছে। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করে প্রশাসন।রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা নদীর তীর একটি আকর্ষণীয় স্থান। প্রতিদিনই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এলাকাটি।করোনা ভাইরাসের সংক্রমণরোধে মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন