শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গরমে কাতরাচ্ছ সিলেটের মানুষ সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৫:৪৬ পিএম

গরমের অতিষ্টতার সিলেটের জনজীবন। দিনরাত একই পরিস্থিতি। ঘরের বাইরে একান্ত জরুরী কাজ ছাড়া বের হচ্ছে না জনসাধারণ। ৪দিন ধরে বিষিয়ে উঠছে আপামর মানুষ। তবে, সিলেটের আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে রয়েছে বৃষ্টিপাতের। কিন্তু সেই বৃষ্টি স্বস্থি আনবে না। কারণ আর্দ্রতা কম। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী জানান, বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে বেশি অস্বস্তিতে পড়েছে প্রাণীকূল। সন্ধ্যায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে আগামী ১৫ আগস্ট পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হবে। গরমের স্বাস্থ্যঝুঁকি এড়াতে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, বাতাসের আর্দ্রতার কারণে শরীরে তৈরি হচ্ছে প্রচন্ড ঘাম। সেকারনে লেবুর শরবত, ডাবের পানি, স্যালাইন পান করতে হবে বেশি বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন