শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর শরীরে পাওয়া গলেো২২০ পিস ইয়াবা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৬:১৭ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর মঙ্গলবার রাতে রাজু আহম্মেদ (৩০) নামে এক যুবকের শরীরে পাওয়া গেছে ২২০ পিস ইয়াবা। নিহত রাজু ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে। পুলিশ বলছে রাজু মাদক ব্যবসায়ী হিসেবে ইয়াবাগুলো কোথাও বিক্রি করতে যাচ্ছিলো। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে রাজু আহম্মেদ আরাপপুর থেকে মটরসাইকেল যোগে মাগুরা অভিমুখে যাচ্ছিল। তিনি ঝিনাইদহ সদর উপজেলার আড়–য়াকান্দি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা পরিবহনের সাথে ধাক্কা লেগে আহত হন।এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সর হাসপাতালে ভর্তি করা হলে মধ্য রাতে মারা যান। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে ইয়াবার চালান নিয়ে শহরের আরাপপুর এলাকার মাদক ব্যবসায়ী রাজু হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাজু গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়। চিকিৎসা দেওয়ার সময় তার শরীরে বাধা ২’শ ২০ পিচ ইয়াবা পাওয়া যায়। রাজুর নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন