বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অর্থনৈতিক ধস সহিংসতা বাড়াবে : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

জাতিসংঘের ক‚টনীতিক ও বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা ভাইরাস মহামারি বিশ্বের রক্তাক্ত সংঘাতপ‚র্ণ এলাকায় মানবিক পরিস্থিতি আরও মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে এবং অর্থনৈতিক বিপর্যয়ের হুমকি সহিংসতা আরও বাড়িয়ে দেবে। তারা বলেন, কোভিড ১৯ সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত করছে, প্রধান অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো অন্যদিকে দৃষ্টি দিয়েছে এবং নিজ দেশে মহামারি মোকাবিলায় তাদের অর্থ ব্যয় করছে, সংঘাত জর্জরিত ও যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে রেমিটেন্স হ্রাস ইতোমধ্যেই নাজুক অবস্থায় পৌঁছেছে। নিউইয়র্ক ভিত্তিক সংস্থার বিশেষজ্ঞ রিচার্ড গোয়ান বলেছেন, “অত্যন্ত উচ্চ পর্যায়ের এই বিশেষজ্ঞ কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন যে, অর্থনৈতিক বিপর্যয়ে আরও বিশৃঙ্খলা ও সংঘাত ছড়িয়ে পড়ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত মার্চ মাসে বিশ্বের যুদ্ধ ও সংঘাতপ‚র্ণ এলাকায় যুদ্ধবিরতির আহবান জানিয়েছিলেন, তা সত্তে¡ও ইয়েমেন, লিবিয়া ও সিরিয়ায় লড়াই অব্যাহত রয়েছে। লকডাউনের বিধিনিষেধের কারণে দ‚ত, শান্তিরক্ষী বাহিনী এবং বেসরকারি সংস্থার লোকদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, মধ্যস্থতার চেষ্টা ব্যাহত হচ্ছে, ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় লোকদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া যাচ্ছে না। ২০১৫ সালের পরে হাজার হাজার বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। জাতিসংঘ ইয়েমেনের অবস্থা ভয়াবহ বলে উল্লেখ করেছে। নিউ ইয়র্ক টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন