শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লেবাননের পথে ২শ’ ৫০ জার্মান সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

লেবাননের রাজধানী বৈরুত বন্দরের ওয়্যার হাউসে ভয়াবহ বিস্ফোরণের পর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সে যোগ দিতে ২৫০ সেনা নিয়ে একটি জার্মান যুদ্ধ জাহাজ রওয়ানা
হয়েছে। জাহাজটি লেবাননে শান্তিরক্ষা মিশনে ৫ মাস কাজ করবে। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানির ওয়াইলথেমশাভেন বন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করেছে। খবর আরব নিউজের। বাইরের কোন দেশ থেকে যাতে অন্ত্র না আসতে পারে- তা পর্যবেক্ষণ করবে জার্মানির ওই যুদ্ধ জাহাজ। লিবিয়ায় উত্তেজনা প্রশসন ও অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধ করতে গত মে মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন ইরিনি নামে একটি বিশেষ অভিযান শুরু করে ভ‚মধ্য সাগরে। তবে, করোনাভাইরাসের কারণে জার্মান জাহাজের সেনারা লেবাননে নামবে না।জাহাজে থেকেই তাদের কার্যক্রম চালাবে এবং ডিসম্বরের ২০ তারিখে আবার ফিরে যাবে নিজ দেশে। আরব নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন