শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মেজর সিনহার হত্যাকারীরা পার পাবে না

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যাকারীরা পার পাবে না বলে হুশিয়ারী উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উৎঘাটন করা হবে। কেউ পার পেয়ে যেতে পারবে না।

গতকাল শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবন থেকে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিনি ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ, নির্মোহ। যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও ছিলেন অতিসাধারণ। রাজনৈতিক সংস্কৃতি হলো আদর্শবাদী রাজনীতি মজবুত করার নিখাদ বুনিয়াদ। তাই শেখ কামাল রাজনীতির সংস্কৃতিকে টেকসই করার জন্য সংস্কৃতির রাজনীতির ওপর গুরুত্বারোপ করেছিলেন।
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতির নিগূঢ় শক্তিতে বলীয়ান হতে পারলে সব কিছুই কল্যাণমুখী হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বোধ শেখ কামালের মধ্যে প্রবলভাবে জেগে উঠেছিল। শেখ কামাল উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি আধুনিক ফুটবল ও ক্রিকেটের প্রবর্তক ছিলেন।##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Mosabbir Hossain ৬ আগস্ট, ২০২০, ১:২১ এএম says : 0
গ্রেফতার করেন তাড়াতাড়ি।
Total Reply(0)
Rakibul Islam Shovo ৬ আগস্ট, ২০২০, ১:৩০ এএম says : 1
দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।
Total Reply(0)
Abdur Rahim ৬ আগস্ট, ২০২০, ২:২১ এএম says : 0
সে একজন দক্ষ সৈনিক, এসএসএফ এ ছিল, কমান্ড ট্রেনিং ছিল । সে পিস্তল বের করে চাইলেই গুলি করতে পারতো পুলিশের আগে। সব মিথ্যা কথা। এটি পরিকল্পিত হত্যা ।
Total Reply(0)
শাহাব হাওলাদার ৬ আগস্ট, ২০২০, ২:২৫ এএম says : 0
এতেই বুঝা যায় উদ্দেশ্যমূলক ভাবে হত্যা করা হয়েছে ।নতুবা এতো গুলি কেন?
Total Reply(0)
MD Latif ৬ আগস্ট, ২০২০, ২:২৭ এএম says : 0
এই দেশে জন্ম নিয়ে কি দিয়ে গেলে আর কি নিয়ে গেলে!!??খুবই আপসোস লাগে দেশের উচ্চ পযায়ে চাকরি করে ও এ ভাবে শেষ বিদায় টা নিতে হবে।
Total Reply(0)
Maksud Dolon ৬ আগস্ট, ২০২০, ২:২৭ এএম says : 0
আইনের সঠিক ভাবে প্রয়োগ হচ্ছে না তাই অন্যায় বেড়ে যাচ্ছে দেশে....
Total Reply(0)
টুটুল ৬ আগস্ট, ২০২০, ২:৩০ এএম says : 0
কথায় নয় কাজে দেখতে চাই
Total Reply(0)
চান্দু ৬ আগস্ট, ২০২০, ২:৩০ এএম says : 0
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কথা যেন সত্যি হয়
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন