মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিমুলিয়ায় পদ্মায় বিলীন ফেরিঘাট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:৪৯ পিএম

নদী ভাঙনে বিলীন হয়ে গেছে শিমুলিয়ায় ৪নং ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কসহ বেশকিছু এলাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ৪নং ফেরিঘাটের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সীমিত পরিসরে চলছে স্পিডবোট ও ফেরি।

জানা গেছে, সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে ১ ও ২নং ঘাট দিয়ে ৪টি ছোট ফেরি চালু রেখে সীমিত পরিসরে যানবাহন পারাপার অব্যাহত রেখেছে। তবে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে চলাচল করছে স্পিডবোট।

এছাড়া অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে বিকল্প পথে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এরমধ্যেই ৪নং ভিওআইপি ফেরিঘাটসহ অ্যাপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রায় ২নং ফেরিঘাটের কাছাকাছি পর্যন্ত চলে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন