শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিমদের ধর্মান্তরের চেষ্টা গ্রিসের শরণার্থী শিবিরে

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যকার চুক্তির আওতায় গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে আটক থাকা মুসলিম শরণার্থীদের ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত দুটি উৎসবকে সামনে রেখে ত্রাণকর্মীরা লেসবসের মোরিয়া শিবিরে আটক থাকা মুসলিমদের মধ্যে ধর্মান্তরকরণ ফরম বিতরণ করে। ওই ধর্মান্তরকরণ ফরমের কপিগুলো ছিল সেন্ট জন রচিত গসপেল বা সুসমাচারের আরবি সংস্করণ। শরণার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই বন্দি শিবিরে নিয়োজিত থাকা খ্রিস্টান ত্রাণকর্মীরাই মুসলিম শরণার্থীদের ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন। তবে সাংগঠনিকভাবে এ ধরনের ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়েছে ত্রাণ সংস্থা ইউরো রিলিফ। অবশ্য ব্যক্তিগতভাবে কোনও ত্রাণকর্মী এ ধরনের তৎপরতা চালিয়েছেন কিনা সে সম্ভাবনা উড়িয়ে দেয়ার মত নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে বলা হয়েছে, ওই ফর্মগুলো তাদের প্রতিনিধিরা দেখেছেন। ওই ফর্মে অভিবাসন প্রত্যাশীদেরকে একটি স্টেটমেন্টে স্বাক্ষর করার আমন্ত্রণ জানানো হয়েছে। স্টেটমেন্টে বলা হয়, আমি জানি আমি একজন পাপী। আমি যিশুর প্রতি আর্জি জানাচ্ছি তিনি যেন আমাকে আমার পাপের জন্য ক্ষমা করে দেন এবং গোটা জীবন আমাকে অনুমোদন করেন। ভালোবাসা এবং তার কথা মান্য করাই এখন আমার বাসনা। যেসকল অভিবাসন প্রত্যাশীকে ফর্মগুলো দেয়া হয়েছে তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ত্রাণকর্মীরা অসংবেদনশীলভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছিলেন। সিরিয়ার দামেস্ক থেকে আসা মোহাম্মদ নামের এক বন্দি বলেন, এটি খুব বড় সমস্যা। কারণ এখানকার প্রচুর সংখ্যক লোক মুসলিম এবং তাদেরকে ধর্ম পরিবর্তনের আহ্বানের মতো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। রমজান মাসের সময়ও তাদের ধর্মান্তরকরণের চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে সংস্থার পক্ষ থেকে এ ধরনের ধর্মান্তরকরণ উপকরণ সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়েছে ইউরো রিলিফ। দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন