বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাঞ্জাবে স্মার্টফোন পাচ্ছে এক লাখ ৭৩ হাজার কলেজ শিক্ষার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৪:৩৮ পিএম

ভারতের পাঞ্জাবে এক লাখ ৭৩ হাজার কলেজ শিক্ষার্থী পাচ্ছে স্মার্টফোন।করোনা মহামারি পরিস্থিতিতে শিকেয় উঠেছে স্কুল-কলেজ। ভরসা তাই ডিজিটাল ব্যবস্থাই। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না সহজে। - দি ওয়াল
বরং এ অচলাবস্থা আরও বেশ কিছু দিন চলবে ধরে নিয়েই এমন পরিকল্পনা নেন পাঞ্জাবের ক্যাপ্টেন অমরেন্দ্র সিং সরকার। পাঞ্জাব রাজ্য সরকার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের দ্বাদশ শ্রেণির এক লাখ ৭৩ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে দিচ্ছে একটি করে স্মার্ট ফোন। প্রথম ধাপে ৫০ হাজার ফোন তাদের হাতে চলে এসেছে। এ বছরের নভেম্বরের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীর হাতে পৌঁছে যাবে স্মার্ট ফোন। পাঞ্জাবের স্কুল শিক্ষা দফতরের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রথমে ছাত্রীদের হাতে দেওয়া হবে স্মার্ট ফোন। তারপর ছাত্রদের হাতে।

শিক্ষকদের একাংশ বলছেন, ভারতে লাখ লাখ ছেলেমেয়ে রয়েছে যাদের কাছে বই-খাতার খরচ চালানোটাই একটা বড় চ্যালেঞ্জ। তাদের ঘাড়ে ডিজিটাল ব্যবস্থা চাপিয়ে দিলে পড়াশোনাটাই ছেড়ে দেবে তারা। অধ্যাপক প্রভাত পট্টনায়েক বলেছেন, শ্রেণিকক্ষের ক্লাসের পরিপূরক কখনওই ভার্চুয়াল ক্লাস হতে পারে না। গোটা প্রক্রিয়া নভেম্বরের মধ্যেই সেরে ফেলার টার্গেট নিয়েছে পাঞ্জাবের শিক্ষা দফতর। এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষে অমরেন্দ্র সিং সরকার ‘পাঞ্জাব স্মার্ট কানেক্ট স্কিম’ নামের একটি প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ল্যাপটপ বা ডেস্কটপ , ট্যাব বা পড়াশোনার জন্য প্রয়োজনীয় ইলেক্ট্রনিকস ডিভাইস দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই প্রকল্পেই এই স্মার্টফোন দেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন