শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় ২জনের মৃত্যু, আক্রান্ত ১০৬

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৫:২৮ পিএম

গত ২৪ ঘন্টায় ২জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে করোনাভাইরাসে। এনিয়ে বিভাগে মারা গেছেন ১৫১ জন। তারা সুনামগঞ্জ ও হবিগঞ্জের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৬ জন বিভাগে। এদের মধ্যে সিলেট ৪১ জন, মৌলভীবাজারের ৩৬, সুনামগঞ্জে ১৭, ও হবিগঞ্জে ১২ জন। ওই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৬৭জন।
বৃহস্পতিবার (৬আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৯৭ জন বেড়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট ৪ হাজার ৪৭৫, মৌলভীবাজারে ১ হাজার ৪৬, সুনামগঞ্জে ১ হাজার ৫৫০ ও হবিগঞ্জে ১ হাজার ২২৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিভাগের ৩ হাজার ৭৬৬ জন রোগী। এরমধ্যে সিলেট ১ হাজার ১৫৫, মৌলভীবাজারে ৬২৮, সুনামগঞ্জে ১ হাজার ১৮৯ ও হবিগঞ্জে ৭৯৪ জন। বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন ১৫১ জন। এরমধ্যে সিলেট ১১১, মৌলভীবাজারে ১৩, সুনামগঞ্জে ১৬ ও হবিগঞ্জে ১১জন। করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের ১ হাজার ১৮৬ জন বিভিন্ন হাসপাতালে আছেন চিকিৎসাধীন। এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৩ জন, বাকিরা হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন