শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আয়রন ডোমের সমর্থনে মার্কিন বিমান ইসরাইলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০২ এএম


ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসানোর কাজে সমর্থন দিতে মার্কিন আর্মি ফিউচারস কমান্ডের একটি কার্গো বিমান ইসরাইলে গেছে। সোমবার সন্ধ্যায় ইসরাইলের বেনগুইরোন আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্টোনভ এএন-২২৫ বিমানটি অবতরণ করে। বিমানে বেশকিছু ট্রাক আনা হয়েছে যাতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হবে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সেনাদেরকে ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বিমান হুমকি থেকে রক্ষা করবে। গত বছর ইসরাইলের কাছ থেকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুটি ব্যাটারি কেনে আমেরিকা। এরপর আমেরিকার এই কার্গো বিমান ইসরাইলে গেল। আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি কেনার পর ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমেরিকার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত ইসরাইলের জন্য বিশাল অর্জন এবং এর মাধ্যমে ইসরাইল ও আমেরিকার মধ্যকার সুন্দর বন্ধুত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে। পার্সটুডে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন