শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইন্দুরকানীতে এক যুবককে আটক করে হামলা

৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

ইন্দুরকানী (পিরোজপুর) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৭:৫৪ পিএম

ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল নামে এক যুবক কে আটক করে নির্যাতন করে প্রতিপক্ষরা। ওই যুবকের স্বজনেরা নির্যাতনের বিষয় ৯৯৯ এ জানালে ইন্দুরকানী থানা পুলিশের একটি দল উপজেলার বটতলা এলাকার একটি বাগান থেকে আহত অবস্থায় যুবক জাহিদুল (২৫) কে উদ্ধারা করে। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা বালিপাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে জাহিদ (২৫) একটি মোটর সাইকেল যোগে ঢাকা যাচ্ছিল। বটতলা বাসষ্টান্ড এলাকায় আসলে তার মটোর সাইকেলটি একটি ইজিবাইকে ধাক্কা লাগে। তখন রাস্তায় দাড়িয়ে থাকা বালিপাড়া গ্রামের সেপাইবাড়ীর নুর আমানের ছেলে ইজিবাইক চালক রায়হান সহ তার সহযোগীরা গাড়ী থেকে জাহিদ কে নামিয়ে তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং তাকে গলায় গামছা লাগিয়ে পাশ্ববর্তী একটি বাগানে নিয়ে আটক করে নির্যাতন করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের শিকার জাহিদ জানান, আমি ঢাকা আমার এক ভাইর রডের দোকোনে চাকুরী করি। মটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে বটতলা এলাকায় ইজিবাইক চালক রায়হান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার উপর হামলা করে আমাকে আটক করে নির্যাতন করে আমার সাথে থাকা মোবাইল ও টাকা নিয়ে যায়। ইন্দুরকানী থানার এস, আই হেমায়েত উদ্দিন জানান, ইজিবাইকের সাথে মটোরসাইকেলে ধাক্কা লাগলে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে মোটরসাইকেল সহ জাহিদ কে উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Helal Hossain ৬ আগস্ট, ২০২০, ৮:৫৭ পিএম says : 0
ঘটনা সত্য। এর সঠিক বিচার করতে আপনাদের সহযোগিতা করা উচিত
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন