বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘পুঁজিবাদী শাসনব্যবস্থা করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, বর্তমানে সার বিশ্বে করোনা মহামারি চলছে। পুঁজিবাদী দেশগুলো মহামারি করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। সমাজতন্ত্রই যে সকল প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সক্ষম তা প্রমাণিত হয়েছে। গতকাল ফ্রডরিখ এঙ্গেলসের ১২৫তম মৃত্যু দিবস উপলক্ষে জুম অনলাইনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনা উত্তর বিশ্ব পরিস্থিতি একই জায়গায় থাকবে না। হয় আরো বেশি বৈষম্য সৃষ্টিকারী স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন কায়েম হবে; না হয় গণআন্দোলন-গণঅভ্যুত্থানে জনগণের রাষ্ট্র ব্যবস্থা-সরকার ব্যবস্থা কায়েমের পথে অগ্রসর হবে। 

বাসদের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খালেকুজ্জামান। আলোচনায় অংশ নেন ভারতের পশ্চিম বঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. অজিত কুমার রায় ও বাসদের রাজেকুজ্জামান রতন, বজলুর রশীদ ফিরোজ প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন