মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কমিউনিটি ফিল্ম পতঙ্গশিকারি ফুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১০:৫১ এএম

ঢাকা ফেরত গার্মেন্টসকর্মীর গ্রামে ফেরা ও গ্রামীণ রাজনীতির কবলে পড়ে নির্জন স্থানে কোয়ারেন্টাইনবাসের গল্প নিয়ে নূরুল আলম আতিক ও মনোজ প্রামাণিক যৌথভাবে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র পতঙ্গশিকারী ফুল। এর শুটিং হয় নওগাঁর রাধানগর গ্রামে। অভিনয় করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের শিক্ষার্থী বর্ণা পোদ্দার, হুমায়রা স্নিগ্ধা, ইয়ামিন শিশুশিল্পি জিত। এছাড়াও আরো বেশকিছু চরিত্রে অভিনয় করেছেন রাধানগরবাসী। মনোজ প্রামাণিক জানান, পতঙ্গশিকারী ফুল আজ রাত নয়টা ত্রিশ মিনিটে দীপ্ত টিভিতে দেখা যাবে। আমি বাদে সবাই অপেশাদার। তাই অভিনয়ে একটা সারল্য আছে। ঘোর বর্ষার ঝুম বৃষ্টিতে ভিজে কাজ করা হয়েছে। গ্রামের মানুষের আগ্রহ, উদ্দীপনা আর সহযোগিতায় পুরো কাজটা সম্ভব হয়েছে। তাই এটিকে কমিউনিটি ফিল্ম বলা যায়। ইচ্ছা আছে, এটি প্রচারের আগে ঢোলের বাদ্য বাজিয়ে গ্রামে প্রচার করার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন