বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাবরি মসজিদে রাম মন্দির নির্মাণ ভারতকে টুকরো টুকরো করে দিবে বাংলাদেশ খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ৩:০৯ পিএম

বাবরি মসজিদের স্থানে অবৈধভাবে রাম মন্দির নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর। তিনি বলেছেন, সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার জোরপূর্বক এবং ক্ষমতার অপব্যবহার করে বাবরি মসজিদ ভেঙ্গে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করে মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করেছে। মুসলিম বিশ্ব কখনো মোদির এ ঘৃনিত কাজকে বরদাশত করবে না। আল্লাহর ঘর মসজিদ যেখানে হয়, কিয়ামত পর্যন্ত সে জায়গা মসজিদের হুকুমেই থাকবে। মসজিদের স্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, মসজিদের জায়গায় মন্দির হলে মোদি সরকারের পতন হবে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। হিন্দুত্ববাদের এ চক্রান্তের বিরুদ্ধে বিশ্ববাসিকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন ডেমরা থানার আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে গতকাল ডেমরার বড় ভাঙ্গাস্থ আলহাজ নান্নু মুন্সি জামিয়া কারিমিয়া মাদরাসায় ঢাকা ৫ আসনের দায়িত্বশীলদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী এসব কথা বলেন।


এতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার আমীর আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত আন্দোলনের ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী জননেতা জহিরুল ইসলাম রনি মুন্সি, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা শেখ সাদী, হাফেজ আখতারুজ্জামান সিদ্দিকী, মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা নাসিম রেজা। মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেন, সরকারের এ ঘৃনিত পদক্ষেপ ভারতে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করবে এবং মোদি সরকার ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। শতবছর পরে হলেও মুসলমানরা তুরস্কের আয়া সোফিয়ার ন্যায় আবার বাবরি মসজিদের স্থানে মসজিদই নির্মাণ করবে ইনশাআল্লাহ। তিনি বাবরি মসজিদ রক্ষায় বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান। আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের পরিণাম শুভ হবে না। উগ্র সাম্প্রদায়িক ভারতের জালিম সরকারের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন