শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গা গণহত্যার তথ্য গাম্বিয়াকে দিতে অস্বীকৃতি ফেসবুকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ৪:১২ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার তথ্য গাম্বিয়াকে দেয়া হবে না বলে সাফ জানিয়েছে দিয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক। গণহত্যা চালানোর দিনগুলোতে মিয়ানমারের কর্মকর্তারা কবে, কীভাবে, কার সাথে যোগাযোগ করেছেন, সে বিষয়ে তথ্য চেয়ে গত জুনে ফেসবুককে অনুরোধ করেছিল গাম্বিয়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘গত জুনে গাম্বিয়া আন্তর্জাতিক আদালত (আইসিজে)-এ মামলা করার পর মিয়ানমারের কর্মকর্তারা কখন কিভাবে, কার সঙ্গে কি আলোচনা করেছেন এসব তথ্য চেয়ে অনুরোধ করা হয়। সেই অনুরোধে সাড়া না দেয়া সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।’
ফেসবুক বলছে, ‘আমরা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিশ্বের কোনো অঞ্চলে ধ্বংস বা নির্যাতনের পক্ষে আমরা নই। আমরা চাই এসবের সুষ্ঠু বিচার হোক। তবে, আইন ভেঙে কাউকে আমরা তথ্য দিতে পারি না।’
রয়টার্স এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দাওয়াদা জাল্লোও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু গত বছরের ১১ নভেম্বর জাতিসঙ্ঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেন। মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনেন তিনি।
এ বিষয়ে গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগেতে শুনানি হয়। শুনানিতে গণহত্যা নিয়ে মিয়ানমার স্ববিরোধী সাফাই দিলেও সেসব প্রমাণ করতে পারেনি। সূত্র : রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মাহবুবুল আলম জুবাইর ৭ আগস্ট, ২০২০, ৪:৩৬ পিএম says : 0
সুষ্ঠ বিচারের জন্য ফেইসবুকের তথ্য দেয়া উচিত
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন