বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর করোনা পজিটিভ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ৭:২৯ পিএম

কুষ্টিয়া পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আনোয়ার আলীর (৭৫) শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হন। আনোয়ার আলীর ছেলেও করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার আলী। সম্প্রতি তাঁর জ্বরসহ করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দেয়। ফলে তিনি গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। একই সঙ্গে তাঁর ছেলে পারভেজ আনোয়ারও (৪২) নমুনা পরীক্ষা করাতে দেন। গতকাল রাতে দুজনেরই নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। এতে দেখা যায়, বাবা ও ছেলে উভয়ই করোনা ‘পজিটিভ’।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে। তারা জানিয়েছে, মেয়র আনোয়ার আলী বয়স্ক ব্যক্তি। পাশাপাশি আগে থেকেই তাঁর বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকায় নেওয়া হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। এতে মেয়র, তাঁর ছেলেসহ নতুন মোট ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯০০। এর মধ্যে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন