মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টিকটক বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স এবং উইচ্যাটের মালিক টেনসেন্টের সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। মূল চীনা কােম্পানিগুলি যদি তাদের স্বত্ব বিক্রি না করে তাহলে যুক্তরাষ্ট্রে আগামী ৪৫ দিনের মধ্যে টিকটক এবং উইচ্যাট অ্যাপ দুটি নিষিদ্ধ করা হবে। এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাপ প্রায় সারা বিশ্বেই জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা টিকটকের মাধ্যমে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। এদিনের নির্দেশিকায় অভিযোগ করা হয়েছে, টিকটক তার ইউজারদের প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবেই নিজের তথ্যভান্ডারে সংগ্রহ করে ফেলে। যার মাধ্যমে চীন অন্যান্য দেশের সম্পর্কে গোপনীয় তথ্য সহজেই পেয়ে যেতে পারে। অন্যদিকে, উইচ্যাট প্রধানত তার ইউজারদের নিজেদের মধ্যে তহবিল লেনদেনের সহায়ক। তাই টেনসেন্টের সঙ্গে যে কোনওরকম আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই অ্যাপের ওপর চীন সরকারের নিয়ন্ত্রণ বা সরকারকে তথ্য যোগানোর অভিযোগ অস্বীকার করে আসছে টিকটক। সূত্র : রয়টার্স।

সম্প্রতি বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতির মধ্যে গত ১ অগাস্টে টিকটক নিষিদ্ধ করার ইঙ্গিত দেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিষয়ে বাইটড্যান্স বা টেনসেন্টের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাপ প্রায় সারা বিশ্বেই জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা টিকটকের মাধ্যমে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। এদিনের নির্দেশিকায় অভিযোগ করা হয়েছে, টিকটক তার ইউজারদের প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবেই নিজের তথ্যভান্ডারে সংগ্রহ করে ফেলে। যার মাধ্যমে চীন অন্যান্য দেশের সম্পর্কে গোপনীয় তথ্য সহজেই পেয়ে যেতে পারে। অন্যদিকে, উইচ্যাট প্রধানত তার ইউজারদের নিজেদের মধ্যে তহবিল লেনদেনের সহায়ক। তাই নির্দেশিকায় বলা হয়েছে টেনসেন্টের সঙ্গে যে কোনওরকম আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি হল। তবে এই অ্যাপের ওপর চীন সরকারের নিয়ন্ত্রণ বা সরকারকে তথ্য যোগানোর অভিযোগ অস্বীকার করে আসছে টিকটক। বাণিজ্য যুদ্ধ, হংকংয়ে চীনের আধিপত্য, দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং করোনাভাইরাস মহামারীর মত বিষয় নিয়ে সম্প্রতি বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতির মধ্যে ট্রাম্প গত ১ অগাস্টে টিকটক নিষিদ্ধ করার ইঙ্গিত দেন। মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের বিষয়ে বাইটড্যান্স বা টেনসেন্টের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন