আজ রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনার সময় ঈশ্বরদী থানার অফিসারসহ ৪ পুলিশ আহত হয়েছে। গ্রেফতার হয়েছে ৩ কুখ্যাত মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আশনা কারিগর পাড়া গ্রামে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার এসআই আতিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ উল্লেখিত এলাকায় কুখ্যাত মাদক ব্যাবসায়ী হত্যা, মাদক,সন্ত্রাসসহ একাধিক মামলার আসামি কুপন মোল্লা, তার স্ত্রী মাদক সম্রাগ্যি আছিয়াকে গ্রেফতার করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে এস আতিকুল, এএসআই হাবিব, এএসআই নাসিরুল ও কং মাহমুদা আহত হয়।পরে পুলিশ আছিয়া(৪০)তার মেয়ে শ্রাবন্তি (১৯) ও সহযোগী লাকি (৩০) কে গ্রেফতার করে। পুলিশ তাদেরকে তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন