মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রাজধানীর বাজারে ইলিশ ‘সস্তা’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

কোরবানির গোশত নিয়ে ব্যস্ত রাজধানীর মানুষ। তবে ঢাকার কাঁচাবাজারগুলোতে ইলিশে সয়লাব হয়ে পড়েছে। কেবল মাছ বাজার নয়, মহানগরীর অলিগলিতে ইলিশ মাথায় নিয়ে ছুটছেন খুচরা বিক্রেতারা। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতারাও কিনছেন দেদারছে। বলা যায় যে যতটুকু পারছেন, প্রয়োজনের তুলনায় বেশিও কিনছেন। তাতে ক্রেতারা যেমন হাসিমুখে ব্যাগভর্তি ইলিশ নিয়ে ফিরছেন বাড়ির পথে, বেশি বেশি ইলিশ বিক্রি করা বিক্রেতাদের মুখটাও তেমনই বেশ চওড়া। নিজেরা কমে কিনতে পারছেন বলেই ক্রেতাদের হাতে কম দামে তুলে দিতে পারছেন ‘মাছের রাজা’ ইলিশ তাতে তৃপ্তিবোধও রয়েছে তাদের। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেল এমন চিত্র। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অন্য মাছের তুলনায় ইলিশের বেচাকেনাই বেশি। রাজধানীর যাত্রবাড়ি, শনিরআখড়া, মতিঝিল এজিবি কলোনি মাছ বাজার, মতিঝিল আরামবাগ বাজার ও খিলগাঁও বাজার ঘুরে দেখা গেল, বাজারে প্রচুর ইলিশ। দাম অন্য যেকোনো সময়ের তুলনায় বেশ কম। ফলে ক্রেতারা অন্য মাছের তুলনায় ইলিশ মাছই বেশি কিনছেন। বলছেন, ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারবেন।

গড়ে ইলিশের দাম কম হলেও সবার কপালে সস্তায় জুটছে না এই মাছ। দরদামে যারা একটু কাঁচা, তাদের পকেট থেকে এই ‘সস্তার সময়ে’ও ইলিশের পেছনে টাকা খসছে একটু বেশিই। কারণ ইলিশের দামটা নির্দিষ্ট নেই কোথাওই। বিক্রেতারাও বলছেন, ‘ফিক্সড প্রাইসে’ কখনো ইলিশ বিক্রি হয় না। ফলে একই আকৃতির ইলিশ মাছও একেক ক্রেতাকে কিনতে হচ্ছে একেক দামে। তাতে করে আকারভেদে ইলিশের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্তও কমবেশি হয়ে যাচ্ছে।

এদিকে, মাঝারি তথা ৭০০ গ্রাম থেকে এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা দরে। সপ্তাহখানেক আগেও এমন আকৃতির ইলিশের দাম ছিল প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা। দাম কমে আসায় এই ইলিশগুলোর বিক্রি বেশ বেড়েছে।

ইলিশ বিক্রেতারা জানান, বরাবরই রাজধানীর বাজারগুলোতে সবচেয়ে বেশি চাহিদা ‘৬০০ গ্রাম প্লাস’ আকারের ইলিশের। এই আকৃতির ইলিশের সরবরাহ ও বিক্রিও বেশি হয়ে থাকে। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের দৃষ্টি এই আকারের ইলিশেই বেশি থাকে। এমন ইলিশগুলো এখন গড়ে ৫০০ টাকা কেজিতে নেমে এসেছে, স্বাভাবিকভাবেই বিক্রিও বেড়েছে। এছাড়াও ৪০০ গ্রাম থেকে আধা কেজি আকারের ইলিশেরও বেশ সরবরাহ রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

রাজধানীর যাত্রাবাড়ি মাছ বাজার থেকে চারটি বড় সাইজের ইলিশ মাছ কিনেছেন সুলতান হোসেন। জানালেন, চারটি ইলিশের ওজন ৫ কেজি ৮০০ গ্রাম; গড়ে একেকটি প্রায় দেড় কেজি। ৭০০ টাকা কেজি দরে চারটির দাম পড়েছে চার হাজার ৬০ টাকা। কম দামে মাছ কিনতে পেরে খুশি সুলতান বলেন, এত বড় আকারের ইলিশ এই প্রথম কিনালাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (14)
Yusuf samin ৮ আগস্ট, ২০২০, ৯:৪৭ এএম says : 0
Allah er issai ebar prochur elish hoyese. Sobai khete parbe.
Total Reply(0)
Gazi usman ৮ আগস্ট, ২০২০, ৯:৪৯ এএম says : 0
Valo. Ebar gorib manush elish khete parbe.
Total Reply(0)
মাসুম ৮ আগস্ট, ২০২০, ১০:৪৪ এএম says : 1
এখন যে দাম সেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে
Total Reply(0)
রাইসুল ইসলাম ৮ আগস্ট, ২০২০, ১০:৪৫ এএম says : 4
দামটা এভাবে থাকলে হয়তো গরিব মানুষও ইলিশ মাছ খাওয়ার স্বাদ পূরণ করতে পারবে
Total Reply(0)
দিদারুল ইসলাম ৮ আগস্ট, ২০২০, ১০:৪৬ এএম says : 3
অনেক নেগেটিভ খবরের মধ্যে একটু পজেটিভ খবর শুনে খুব ভালো লাগলো
Total Reply(0)
নাঈমুল ইসলাম ৮ আগস্ট, ২০২০, ১০:৪৭ এএম says : 0
সব ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত
Total Reply(0)
Tahamina Khanum ৮ আগস্ট, ২০২০, ১১:৪৪ এএম says : 1
ক্রেতারা যেমন হাসিমুখে ব্যাগভর্তি ইলিশ নিয়ে ফিরছেন বাড়ির পথে, বেশি বেশি ইলিশ বিক্রি করা বিক্রেতাদের মুখটাও তেমনই বেশ চওড়া।
Total Reply(0)
মামুন ৮ আগস্ট, ২০২০, ১১:৪৪ এএম says : 5
হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত নাযিল করো
Total Reply(0)
শাহজাহান ৮ আগস্ট, ২০২০, ১১:৪৫ এএম says : 0
আল্লাহর রহমত বর্ষিত হলে সবই সম্ভব।
Total Reply(0)
সৌরভ ৮ আগস্ট, ২০২০, ১১:৪৬ এএম says : 1
দেশের অন্যান্য অঞ্চলেও ইলিশের দাম অনেকটাই কম
Total Reply(0)
নয়ন ৮ আগস্ট, ২০২০, ১১:৪৭ এএম says : 0
অনেক দিন পর এমন ঘটনা ঘটলো
Total Reply(0)
robiul islam ৮ আগস্ট, ২০২০, ১২:৩৭ পিএম says : 0
বাংলাদেশের চেয়েও ভারতে বাংলাদেশী ইলিশের দাম কম। কিভাবে সম্ভব?
Total Reply(0)
আসলাম ৮ আগস্ট, ২০২০, ১২:৩৮ পিএম says : 0
বাংলাদেশের সমুদ্র সীমায় ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করলে আরো দাম কমতো ইলিশের।
Total Reply(0)
Riat Hasan Riku ৮ আগস্ট, ২০২০, ৩:৫৮ পিএম says : 0
খুব সুন্দর আর মার্জিত ভাষায় লেখা প্রতিবেতনটি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন