শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আইএসের নামে বিএনপি জামায়াত জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে -আব্দুর রহমান এমপি

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ধর্মের নামে একটি গ্রুপ দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। বিএনপি-জামায়াত আইএসের নামে দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তাদের এ চেষ্টা কখনো সফল হবে না। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। বিএনপি-জামায়াত তাদের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ ছড়াচ্ছে। বিএনপি-জামায়াতের এ অপচেষ্টা রুখতে হবে। ঘরে ঘরে জঙ্গিবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী কলেজের সামনে বোয়ালমারী-ফরিদপুর সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: আব্দুর রহমান। এ সময় কাদিরদী কলেজ, কাদিরদী উচ্চ বিদ্যালয়, কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদিরদী দাখিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং এলাকার জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মুজুরদিয়া ব্রিজ হতে কাদিরদী বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ মো: নুরুজ্জামান মোল্যা, সাতৈর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ: রাজ্জাক মোল্যা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: মজিবুর রহমান, দাদপুর ইউপি চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, আ’লীগ নেতা সাফি মৃধা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন