শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ১৪ হাজার ৯৪ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১২:৩৭ পিএম

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার নতুন ৩১৪ জন শনাক্ত হওয়ায় বিভাগজুড়ে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৪ জন।

আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ৫ হাজার ১৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া রাজশাহীতে ৩ হাজার ৫৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫১৯, নওগাঁয় ৯৯০, নাটোরে ৬২৮, জয়পুরহাটে ৮০৫, সিরাজগঞ্জে ১ হাজার ৫৬৯ জন এবং পাবনায় ৮৭১ জন শনাক্ত হয়েছেন।
শুক্রবার শনাক্ত ৩১৪ জনের মধ্যে ৮৬ জনের বাড়ি বগুড়ায়। এছাড়া এ দিন রাজশাহী জেলার ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর ৩০ জন, নাটোরের ৮৪ জন, জয়পুরহাটের ২৩ জন, সিরাজগঞ্জের ৩০ জন এবং পাবনা জেলার ১৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
শুক্রবার বিভাগের বগুড়া জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। গোটা বিভাগে এখন মৃতের সংখ্যা ১৯০ জন। এর মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৮ হাজার ৪০১ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৭৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৩৮ জন, নওগাঁর ৮৩৯ জন, নাটোরের ২৫৭ জন, জয়পুরহাটের ২০৯ জন, বগুড়ার ৩ হাজার ৮৭৬ জন, সিরাজগঞ্জের ৬০১ জন এবং পাবনার ৬৪২ জন করোনামুক্ত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন