শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭৪ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টর | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ৩:৩৬ পিএম

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরো ৭৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন জানান, কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন নিজ বাসভবনে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

৭ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ২৪৯ টি স্যাম্পলের নমুুনা পরীক্ষা করা হয়। তাতে নতুন করে আরো ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলার ৪১জন,মিরপুর উপজেলায় ৪জন, দৌলতপুর উপজেলায় ৩জন, খোকসা উপজেলায় ৮ জন ভেড়ামারা উপজেলায় ৪ জন ও কুমারখালী উপজেলায় ১৪জন।

জেলায় এ নিয়ে ১ হাজার ৯৭১ জন কোভিড রোগী শনাক্ত হলেন এবং আজ পর্যন্ত মৃৃত্যুবরণ করেছেন ৩৮ জন।

কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের পক্ষ থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন