শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ওসি প্রদীপের ডাইরিতে ২ শত কোটি টাকা লেনদেনের হিসাব!

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ৯:২১ পিএম

মেজর সিনহা হত্যা মামলার দুই নং আসামী টেকনাফ থানার বহুল বিতর্কিত ও বরখাস্তকৃত ওসির প্রদীপের একটি ব্যাক্তিগত ডায়েরী সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেই ডাইরীতে প্রদীপের ২ শত কোটি টাকা লেনদেনের তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপের ডাইরীতে কিছু ব্যাক্তির নামও পাওয়া গেছে, যাদের প্রদীপ বিভিন্ন সময় মোটা অংকের টাকা দিয়েছেন। একটি সূত্রে জানা গেছে ওসি প্রদীপ গত বছরে বিপুল পরিমাণ টাকা দুবাই ও ভারতে পাচার করেছেন।

বিদেশে এই সব টাকা পাচারের জন্য টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু ব্যবসায়ী ওসি প্রদীপকে সহযোগিতা করার তথ্যও পাওয়া গেছে এতে।

এছাড়াও টেকনাফ থানার সামনে দুইটি দোকানদারের মাধ্যমে প্রদীপ টাকা পাচার করতেন। ওসি প্রদীপ টেকনাফ ছাড়ার পর ঐ দুই দোকান বন্ধকরে গা ঢাকা দিয়েছে দোকান মালিক।

ওসি প্রদিপের ডাইরীতে গত দুই বছরে বিভিন্ন তারিখে ইয়াবা ব্যবসায়ীদের থেকে নেয়া কোটি কোটি টাকার তথ্যও পাওয়া গেছে বলে জানা গেছে ।

এছাড়াও কিছু রাজনৈতিক ব্যাক্তি, প্রশাসনের কিছু কর্তা ব্যাক্তিকে মাসিক টাকা দেয়ার কথা ঐ ডায়রীতে লেখা আছে।

প্রদীপ তার অপকর্ম প্রকাশ নাকরার জন্য হাতে রাখতেন টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু সাংবাদিকও। এইসব সাংবাদিকদের প্রদীপের মাসিক মোটা অংকের টাকাও দিতেন। আর তারা প্রদীপের অপকর্ম সাপোর্ট করত, বাহবা দিত।

টেকনাফে ওসি প্রদীপের অর্থায়নে গত কয়েকমাস আগে একটি অনলাইন টেলিভিশন চালু করা হয়। ঐ অনলাইন টেলিভিশনকে প্রদীপ নিজের প্রচারণার কাজে ব্যবহার করতো এমন তথ্য পাওয়া গেছে।

মেজর সিনহা হত্যা মামালা তদন্তের দায়িত্ব পাওয়া র‍্যাব কক্সবাজারের উপ অধিয়াক মেজর মেহেদি হাসান জানিয়েছেন, মামলার তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছেনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
আরিফুলইসলাম ৮ আগস্ট, ২০২০, ১০:৫৩ পিএম says : 0
পাপের ওজন যখন বেশি হয়ে যায়।বোমা বিস্ফোরণ হয়ে বের হয়। আল্লাহ সীমা লঙ্ঘনকারী কে ভালবাসেন না।
Total Reply(0)
মোঃ নুর আলম মোল্লা রাজু ৯ আগস্ট, ২০২০, ১:৫৩ এএম says : 3
প্রদিপ চাকরি করছে প্রায় ২২ বছর, এতোদিন সাংবাদিক কোথায় ছিলো?
Total Reply(0)
মোঃ নুর আলম মোল্লা রাজু ৯ আগস্ট, ২০২০, ১:৫৪ এএম says : 1
বিষয়টা অনেক দুঃখ জনক
Total Reply(0)
গোলাম রাব্বানী নাদিম ৯ আগস্ট, ২০২০, ১:২৮ পিএম says : 0
আরও অনেক ইতিহাস আছে। এমন ওসি দেশে আরও রয়েছে এদেরও বিচারের আওতায় আনা উচিত।
Total Reply(1)
Mohamed Altafur Rahman ১০ আগস্ট, ২০২০, ১:৪৮ পিএম says : 0
আমি এই তদন্ত শুধু সমর্থন নয় , জেনো সঠিক হত এবং সবার নাম প্রকাশ করে সবাইকে আইনের আওতায় আইনে কঠোর সাজা দয়া হয়!!
sohan auli ৯ আগস্ট, ২০২০, ৩:৫৪ পিএম says : 1
সব সম্ভবের দেশ বাংলাদেশ, আমি বলবো, সে চাকরি করে নি, চাকরির পোশাক ও নাম কে ব্যাবহার করে অনেক অবৈধ অর্থ কামিয়েছে
Total Reply(0)
refat ১০ আগস্ট, ২০২০, ৫:৫২ এএম says : 0
Allah jeno oder mayer book khali kory daye.
Total Reply(0)
Areyan ১০ আগস্ট, ২০২০, ৬:২৭ পিএম says : 0
মানুষের নামে অমানুষ।
Total Reply(0)
abdur rob ১০ আগস্ট, ২০২০, ১১:১৪ পিএম says : 0
একজন ওসি। তিনি হত্যা মামলার আসামি। তার হিসাব হচ্ছে মামলা হওয়ার কারণে। বাংলাদেশের সকল ওসি সাহেবদের এ হিসাবের অন্তর্ভূক্ত করা হলে জাতি জানতে পারবে কোন ওসির কত হাজার কোটি টাকা আছে। এ হিসাব কি হব?
Total Reply(0)
Zahid ১১ আগস্ট, ২০২০, ৬:৫২ এএম says : 0
One of his brothers is also a OC of another police station in Chittagong. RAB should keep eye on him as well.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন