শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আগস্টে সংক্রমণে যুক্তরাষ্ট্র-ব্রাজিলকে টপকে গেল ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

আগস্টের শুরুতেই আমেরিকা-ব্রাজিলকে টপকে গেছে ভারতের সংক্রমণ। আগস্টের প্রথম ৮ দিনে ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ১শ’ জন। একই শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৪৫ জন। আর দু’নম্বরে থাকা ব্রাজিলে আক্রান্ত ৩ লাখ ৭৬৬ জন।
একই সময়ে মৃতের হিসেবে তৃতীয় অবস্থানে অবস্থান করছে ভারত। গত বৃহস্পতিবার ৬০ হাজারের কোটা পেরিয়ে গিয়ে মোট সংক্রমণ ২০ লাখ ছাড়িয়ে যায়। সংক্রমণের হারে বিশ্বের শীর্ষ দুই আক্রান্ত দেশকে টপকে যাবার পাশাপাশি সুস্থতার হারেও শীর্ষে উঠে এসেছে। দৈনিক সংক্রমণের হারেও আমেরিকা ও ব্রাজিলকে টপকে গেল ভারত। চলতি মাসে চারদিন (২, ৩, ৫ ও ৬) বিশ্বে সর্বাধিক সংক্রমণের সাক্ষী থেকেছে ভারত। এমনকি ১০ লাখ থেকে ২০ লাখের গন্ডি পার করতে সবচেয়ে কম সময় নিয়েছে দেশ।
গতকাল রাত ৯টা পর্যন্ত ভারতে সংক্রমিত ২১ লাখ ২৯ হাজার ১৫৪, সুস্থ ১৪ লাখ ৬১ হাজার ৭৭২ এবং মৃত ৪৩ হাজার ১৪৪ জন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডোমিটার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন