শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রতিষ্ঠার পর প্রথম দুর্ঘটনায় এমিরেটসের যাত্রীবিমান

হোঁচট খেলো বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি : যাত্রীরা বেঁচে গেলেও দমকল কর্মী নিহত

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুবাই বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আছড়ে পড়ার পর আগুন ধরার ঘটনায় সব আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও এক দমকল কর্মী নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে এ ঘটনার পর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। এমিরেটস জানিয়েছে, তাদের ফ্লাইট ইকে ৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে। যাত্রী ও ক্রুসহ বিমানটির ৩০০ আরোহীর সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। বোয়িং ৭৭৭-৩০০ মডেলের বিমানটির আছড়ে পড়ার ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন বেঁচে যাওয়া এক আরোহী। আরোহীদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এয়ারলাইনটির চেয়ারম্যান শেখ আহমেদ বিন সায়িদ আল মাকতুম জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করার সময় দুবাইয়ের এক দমকল কর্মী মারা গেছেন। এমিরেটস প্রথমে বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২৭৫ জন আরোহী থাকার কথা জানিয়েছিল, পরে তথ্য সংশোধন করে বিমানটিতে ২৮২ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিল বলে জানিয়েছে। ১৯৮০ সালে কার্যক্রম শুরু করার পর থেকে এমিরেটস এয়ারলাইন্সের প্রথম উল্লেখযোগ্য দুর্ঘটনা এটি। অনির্ভরযোগ্য এক প্রত্যক্ষদর্শীর তথ্যানুযায়ী, বিমানটির চাকা না খোলায় ক্রুরা অবতরণ এড়ানোর চেষ্টা করেছিলেন। ভিডিওতে দেখা গেছে, বিমানটির সামনের দিকে আগুন ছড়িয়ে পড়ে আগুনের কু-ুলি উপরের দিকে উঠে যাচ্ছে, এরপর ধোঁয়ার একটি বিশাল কু-ুলি আকাশের দিকে উঠে যায়। তবে ভিডিও ফুটেজটির সত্যাসত্য যাচাই করা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিমানবন্দরের টারমার্কে পড়ে থাকা বিমানটির উপরের দিক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, পরের ছবিগুলোতে উড়োজাহাজাটির মূল কাঠামোর ছাদের দিকটি পোড়া ও সেখানে গর্ত দেখা গেছে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বিমানের গমণাগমণ বন্ধ থাকার পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট (১৪৩০ জিএমটি) থেকে বিমানবন্দরের কার্যক্রম ফের চালু করা হয়। মাত্র কয়েক সপ্তাহ আগেই কাতার এয়ারওয়েজকে হটিয়ে বিশ্বের শীর্ষ এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছিল এমিরেটস, কিন্তু এ দুর্ঘটনায় তাদের সেই ভাবমূর্তি কিছুটা হোঁচট খেল। রয়টার্স।     

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন