শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুরির অভিযোগে নৈশ প্রহরীকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ৭:৩৩ পিএম

রংপুরের মিঠাপুকুরে দোকানে চুরির অভিযোগে তছলিম উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত তছলিম উদ্দিন মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে শঠিবাড়ি হাটের গালামাল পট্টিতে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
শনিবার (৮ আগস্ট) ভোররাতে দোকান চুরির অভিযোগে প্রভাবশালী কয়েকজন তাকে ধরে এনে গাছের সাথে হাত-পা বেঁধে বেধড়ক মারতে থাকে। এ সময় মার্কেটের কয়েকজন বাধা দিতে এলে প্রভাবশালীদের হুমকি-ধমকিতে তারা পিছু হটে যায়। ফলে ঐ প্রভাবশালীরা নৈশপ্রহরী তছলিম জ্ঞান হারিয়ে ফেললে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এদিকে, নৈশ প্রহরী তছলিমকে গাছে বেঁধে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের টনক নড়ে যায়। পরে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন