শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজস্ব ফাঁকি দেয়া পণ্য আটক করল কুমিল্লা কাস্টমস

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

ভ্যাট ফাঁকি ও ভূয়া চালানের দায়ে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে একটি শিল্প প্রতিষ্ঠানের আসবাব (ফার্ণিচার) আটক করেছে কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় ভ্যাট আইনে মামলা হয়েছে। 

গতকাল রোববার কুমিল্লা ভ্যাট কমিশনারেট দপ্তরের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান, গত শুক্রবার রাতে লালমাই এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএলের ডিউরাবল প্লাস্টিক লিমিটেড থেকে আসবাব ফ্রেম নিয়ে নরসিংদী যাচ্ছিল এক পণ্যবাহী গাড়ি। গাড়িটি পদুয়ার বাজার এলাকায় আসামাত্র একে থামার জন্য সংকেত দেয় কাস্টমসের লোকজন। গাড়ি তল্লাশি করে মূসক চালানে বিভিন্ন আকারের আসবাব (ফার্ণিচার) ফ্রেম ২০০টি উল্লেখ থাকলেও ডেলিভারি চালানে ২৯৭টি লেখা আছে। এরই পরিপ্রেক্ষিতে গাড়িসহ ওই পণ্য আটক করে কাস্টমস। আটক হওয়া পণ্যের বাজার মূল্য ১ লাখ ৯৮ হাজার ৯৯ টাকা। এতে রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল ২৯ হাজার ৭১৫ টাকা।
ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, এ ধরণের একটি বড় শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ফাঁকি দেওয়া কোনভাবেই কাম্য নয়। এটি করে সরকারের রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন