বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৮২টি স্থাপনায় লার্ভা লাখ টাকা জরিমানা

ডিএনসিসির ডেঙ্গুনিধন অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

ডেঙ্গুনিধন অভিযানের ২য় দিনে ৮২ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ার প্রেক্ষিতে ১ লক্ষ ৮ হাজার ১০০টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল ৫৪টি ওয়ার্ডে মোট ১৩ হাজার ৩৮৪ টি বাড়ি, স্থাপনা পরিদর্শন করা হয়। লার্ভা ছাড়াও ৭ হাজার ৪৬৮ টি বাড়ি/স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাওয়ায় সেসকল স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এবং বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে।

আজ উত্তরা অঞ্চল-১ এ ৪টি মামলায় ২৮ হাজার টাকা, মহাখালী অঞ্চল-৩ এ ৬টি মামলায় ৩৩ হাজার টাকা, কারওয়ান বাজার অঞ্চল-৫ এ ১টি মামলায় ৫ হাজার টাকা, হরিরামপুর অঞ্চল-৬ এ ৫টি মামলায় ২১ হাজার টাকা, উত্তরখান অঞ্চল-৮ এ ৬টি মামলায় ১৩হাজার ৫শত টাকা, ভাটারা অঞ্চল-৯ এ ১টি মামলায় ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তৃতীয় পর্যায়ের অভিযানের দুই দিনে মোট ২৬ হাজার ১২০টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ১৬৯ টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং দুই দিনে মোট ২লক্ষ ৩৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন