বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

মামলার নথি চুরি মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

মামলার নথি চুরির মামলায় চাঁদপুরের আনোয়ার হোসেন পাটোয়ারির জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফরিদ আহমেদের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। অভিযোগ গুরুতর বিধায় মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।
ওই বেঞ্চের ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন (মানিক) জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর আনোয়ার হোসেন একটি গাঁজার মামলার আসামি থাকা অবস্থায় আইনজীবী সহকারীর সহযোগিতায় আদালত থেকে নথিটি সরিয়ে পুড়িয়ে ফেলেন। অনেক খোঁজাখুুঁজি করেও নথিটি পাওয়া যায়নি। পেরে ওই আদালতের পেশকার আইনজীবী সহকারী রিয়াদ পাটোয়ারী এবং আসামি আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা হয়। গত ২০১৮ সালের ১৫ মার্চ রুজু করা হয় মামলাটি। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ঘটনার দিন এজলাস কক্ষে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করেছিলেন। নথিটি ছিল জি আর ১৪৪/১১(সদর)। নথিটি টাকার বিনিময়ে আইনজীবী সহকারী চুরি করে আনোয়ারকে দেন। আাইনজীবী সহকারী এই মর্মে স্বীকার করেন যে তারা এভাবে আরও অনেক নথি চুরি করেছেন। ২০১৮ সালের ২৯ মার্চ থেকে এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন আনোয়ার হোসেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন