শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন সুরক্ষা আইনে হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাই গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০১ পিএম

হংকংয়ের নতুন বিতুর্কত সুরক্ষা আইনে ‘মিডিয়া টাইকুনখ্যাত’ ও গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই গ্রেপ্তার হয়েছেন।প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইয়ের বিরুদ্ধে ‘বিদেশি শক্তির সঙ্গে জোটবদ্ধ’ হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। -আল জাজিরা
লাইয়ের অ্যাপল ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর সাতটার দিকে ১০ জন পুলিশ ৭২ বছর বয়সীর বাড়িতে প্রবেশ করেন। প্রতিবেদনের আরো বলা হয়েছে, লাইয়ের সঙ্গে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তার দুই ছেলে এবং পত্রিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও আছেন।

পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তাদের বয়স ৩৯ থেকে ৭২ বছরের মধ্যে। হংকংয়ের প্রবীণ রাজনীতিবিদ এমলি লাউ আল-জাজিরাকে বলেছেন, এই গ্রেপ্তার আমাদের খুব নেতিবাচক বার্তা দিল। যারা কথা বলতে চায়, বিশেষ করে গণমাধ্যমে তাদের জন্য এটি শঙ্কার বিষয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন