বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে বেড়া দিয়ে ওষুধের দোকান বন্ধ করায় একজন আটক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ৬:৪৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বেড়া দিয়ে অষুধের দোকানসহ দুইটি দোকান বন্ধ করায় একজনকে আটক করেছে পুলিশ। 

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামে চৌরাস্তা মোড় বাজারে ৮ শতাংশ জমি ওই গ্রামের সবুজ শেখের ছেলে শুকুর আলীর নিকট থেকে ক্রয় করে ঘর নির্মাণ করে অষুধের ব্যবসা করছিল একই গ্রামের বাদশা মিয়ার ছেলে পল্লী চিকিৎসক নুরুন্নবী মিয়া। কিন্তু গত ৩/৪ মাস থেকে উক্ত জমি নিজেদের দাবী করে নুরুন্নবীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিল প্রতিবেশী মোজাম্মেল হকের ছেলে এরশাদ। এতে কোন কাজ না হওয়ায় সোমবার (১০ জুলাই) সকালে এরশাদ অষুধের দোকানসহ দু’টি দোকানের সামনে বেড়া দিয়ে বেচা-কিনা বন্ধ করে দেয়। এঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। পরে নুরুন্নবী থানায় অভিযোগ দিলে এস.আই সেলিম রেজা একদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এরশাদকে আটক করেন। থানার ওসি আব্দুল্লাহিল জামান এরশাদকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন