শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে করোনা আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসককের মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ৬:৫০ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় হোম আইসোলেশনে থেকে করোনা পজিটিভ এক রোগীর মৃত্যু হয়েছে।


করোনায় মৃত পল্লী চিকিৎসক নুর ইসলাম মন্ডল (৬২) নাগেশ্বরী রাম খানার পুর্ব শাখার গঞ্জ গ্রামের মৃত রমজান আলী মন্ডলের পুত্র।


পারিবারিক সুত্র জানায়, করোনা উপসর্গ থাকায় গত ৪ আগস্ট তার নমুনা সংগ্রহ করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য বিভাগ। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে ছিলেন।

গত ৬ আগষ্ট তার নমুনার ফলাফল পজিটিভ আসে। সোমবার ১০ আগষ্ট সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি।


সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে জানিয়ে বলেন, করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণকারীর সংখ্যা ১০ এ উন্নীত হলো।


এদিকে ইকরামুল উম্মাহ ফাউন্ডেশনের জেলা সভাপতি মুফতি আমিনুল ইসলাম বেলালীর নেতৃত্বে তার দল মৃতের নামাজে জানাজা সম্পন্ন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি বেলালী জানান, তিনি ও তার দল বাদ জোহর প্রচলিত স্বাস্থ্য বিধি মেনে মৃতের কাফন দাফন ও নামাজে জানাজা সম্পন্ন করেন।এনিয়ে ফাউন্ডশনের পক্ষে তিনি এবং তার দল জেলায় করোনায় মৃত ৭ জনের দাফন কাফন করেছেন বলেও জানান তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন