শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেলারুশে তীব্র বিক্ষোভ সংঘর্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০৩ এএম

রাষ্ট্রীয় টিভিতে বুথফেরত জরিপের ফল প্রকাশের পরই বেলারুশের রাজধানী মিনস্ক এবং অন্য শহরগুলোতে ভয়াবহ বিক্ষোভ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববারে সেখানে অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘদিনের নেতা ও প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো নতুন করে নির্বাচিত হয়েছেন বলে খবর প্রকাশের পর এমন বিক্ষোভ দেখা দিয়েছে। রাজধানী মিনস্কে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ছুড়েছে। এতে বহু মানুষ আহত হয়েছে। রাষ্ট্রীয় টিভির বুথফেরত জরিপে বলা হয়, নির্বাচনে শতকরা প্রায় ৮০ ভাগ ভোট পেয়েছেন লুকাশেঙ্কো। অন্যদিকে প্রধান বিরোধী দলীয় প্রার্থী সভেতলানা তিখানোভস্কায়া (৩৭) পেয়েছেন শতকরা মাত্র ৭ ভাগ ভোট। তিনি বলেছেন, কোনোভাবেই এ তথ্য বিশ্বাস করতে পারছেন না। সভেতলানা তিখানোভস্কায়ার ভাষায়- আমি তো আমার চোখকে বিশ্বাস করি। আমি দেখছি, সংখ্যাগরিষ্ঠরা আমাদের সঙ্গে আছেন। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিরোধী দল বলছে, তারা মনে করছে নির্বাচনে জালিয়াতি হয়েছে। তারা ভোটের বিকল্প গণনা দাবি করেন। জেলে বন্দি তার স্বামীর পরিবর্তে নির্বাচনে প্রার্থী হয়েছেন তিখানোভস্কায়া। এর মধ্য দিয়ে তিনি বিরোধীদের বিশাল র‌্যালিতে নেতৃত্ব দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ক্ষমতায় আছেন ১৯৯৪ সাল থেকে। তিনি প্রত্যয় ঘোষণা করে বলেছেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। এর আগে রোববারের নির্বাচনের পূর্বেই বিরোধী দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালায় তার সরকার। তা সত্তে¡ও দেশের সবচেয়ে বড় বিরোধী দল দেশে বিশাল বিশাল র‌্যালি করে। রোববার রাতে খবর ছড়িয়ে পড়ার পর পরই মিনস্ক-হিরো সিটির কাছে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা বলেছেন, এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ। ঘটনাস্থলে দ্রুত ছুটে যেতে দেখা যায় বেশ কয়েকটি এম্বুলেন্সকে। রাজধানীদের পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ফুটেজ প্রকাশ হয়ে পড়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন