শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মনসুর আলী মেডিকেল কলেজের কর্মকর্তাসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

৩০ কোটি টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তাসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার পাবনা সমন্বিত জেলা কার্যালয়েল উপ-সহকারি পরিচালক মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন, সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা.কৃষ্ণ কুমার পাল এবং মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোং’র মালিক মো.জাহের উদ্দিন সরকার। তাদের বিরুদ্ধে কেনাকাটার নামে পরষ্পর যোগসাজশে সরকারের অন্তত: ৩০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে এজাহারে।
মামলায় দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), (৩) ধারা প্রয়োগ করা হয়। গত রোববার মামলাটি দায়ের করা হয়েছে মর্মে জানান দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন