শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওটিটি প্ল্যাটফর্ম ইরোজ নাও এখন বাংলাদেশে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৯:৫৩ এএম

দক্ষিণ এশীয়ার অন্যতম শীর্ষস্থানীয় ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম ‘ইরোজ নাও’। এতে রয়েছে হাজার হাজার ওরজিনাল ওয়েব সিরিজি, সিনেমা, শর্টফিল্ম এবং বিনোদনের সব কিছূ। এই ওটিটি প্ল্যাটফর্ম এবার যাত্রা শুরু করেছে বাংলাদেশে। এই প্ল্যাটফর্মে দর্শক ভারতীয় ওয়েব সিরিজ, সিনেমা,নাটক ও শর্টফিল্ম দেখার পাশাপাশি বাংলাদেশের ওয়েব সিরিজ, সিনেমা, নাটক ও শর্টফিল্ম দেখতে পাবেন। সম্প্রতি ইরোজ নাও এবং এলবিসি মিডিয়ার পার্টনারশিপ ঘোষণা করা হয়। এর মাধ্যমে তারা যৌথভাবে কনটেন্ট নির্মাণ করবে। পাশাপাশি ব্যবসায় সম্প্রসারণের কার্যক্রম হিসেবে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী, সেটআপ বক্স ও টিভি সেটের মাধ্যমে তাদের সেবা বিস্তৃত করবে। ইরোজ নাও এর বাংলাদেশী পার্টনার এলবিসি মিডিয়ার হেড অব মার্কেটিং নুসরাত জেরিন বলেন, ইরোজ নাও জনপ্রিয় ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে ১২,০০০ এর বেশি বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে, যা বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করবে। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে সারাদেশের দর্শকদের জন্য ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট কো¤পানী। বাংলাদেশে চালু হওয়া প্রসঙ্গে ইরোজ নাও এর চেয়ারম্যান রিশিকা লুল্লা সিং, বলেন আমাদের এই পার্টনারশিপের মাধ্যমে ইরোজ নাও আরও একধাপ এগিয়ে গেল। আমাদের জনপ্রিয় সব ভারতীয় কন্টেন্ট বিশেষ করে জনপ্রিয় বাংলা চলচ্চিত্রগুলো বাংলাদেশের শ্রোতাদের সর্বোচ্চ বিনোদন দিতে সক্ষম হবে। বাংলাদেশী দর্শকেরা সবধরনের ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি দিয়ে মাসিক ও বার্ষিক ভিত্তিতে ইরোজ নাও- এর সাবস্ক্রাইবার হতে পারবেন। তারপরপরই উপভোগ করতে

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
saif ১১ আগস্ট, ২০২০, ১০:০৯ এএম says : 0
দক্ষিন এশিয়ার না বলে বলুন ভারতীয় বলুন, কারন দক্ষীন এশিয়াতে অনেক দেশই আছে, যেখানে ছবী তৈরি হয়, ভারত ছাড়া অন্যকারোর চবি এখানে দেখা যাচ্ছেনা,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন