বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৩:৫২ পিএম

ঝালকাঠির রাজাপুরে চার হাজার পাঁচশ ১৭ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৩৪) ও সাইফুল ইসলাম আকন (৪৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে রাজপুর থানা পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত কামাল হোসেন চট্টগ্রামের হালিশহর থানাধীন রোডনং -১ প্লট নং -৩ এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও সাইফুল ইসলাম আকন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠী এলাকার মৃত জলিল আকনের ছেলে। পুলিশ সাব- ইন্সপেকটর ফিরোজ আলম জানান --, চট্টগ্রামের কক্সবাজার ও টেকনাফ থেকে গত চারমাস যাবত ইয়াবা এনে এ অঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করত এই মাদক কারবারিরা। এই খবরের সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় পুলিশের কাছে খবর আসে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার মাদক ব্যবসায়ী ইরফানের কাছ থেকে ইয়াবার একটি চালান নিয়ে রাজাপুরে আসছে মাদক কারবারি কামাল হোসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠী এলাকায় দিবাগত সোমবার মধ্যরাতে অবস্থান নেয় পুলিশ। রাত দেড়টার দিকে একটি মোটর সাইকেলে নৈকাঠী এলাকায় এসে পৌঁছায় কামাল ও সাইফুল। এ সময় তাদেরকে আটক করে দেহ তল্লাশি করে ৪ হাজার ৫শত ১৭ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ বিষয় সহকারি পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা গত চারমাস ধরে এই ব্যক্তিদের আটকের চেষ্টা করছি। এ অঞ্চলের অন্য মাদক কারবারিদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে কাজ করছে পুলিশ।রিপোর্ট লেখা পর্যন্ত ।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন