টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলায় আরও তিনজনকে আটক করেছেন র্যাব।
১১ আগস্ট (মঙ্গলবার) টেকনাফ বাহারছরা মারিশবনিয়া এলাকা থেকে
এদেরকে আটক করা হয় বলে জানান র্যব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান।
আটক তিন ব্যক্তি হলেন টেকনাফ বাহারছড়া মারিশবনিয়ার নিজামুদ্দিন, মোহাম্মদ আয়াজ ও নুরুল আমিন। এরা তিনজনই ৩১ জুলাই টেকনাফ বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপয়েন্টে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যাকাণ্ডে পুলিশের করা মামলায় সাক্ষী বলে জানা গেছে।
তবে এই ঘটনায় মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের দায়ের করা ৯/২০২০ নং হত্যা মামলায় ওই তিনজনের কারো নাম নেই।
কিন্তু আটক এই তিন ব্যক্তি বিভিন্ন সময় মেজর সিংহ হত্যাকাণ্ডের ব্যাপারে গঠিত তদন্ত টিম ও মিডিয়াকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে বলে জানা গেছে। তাই এই তিনজনকে হত্যা মামলায় সন্দেহজনক হিসেবে আটক করেছে র্যাব।
আটকের পর বিকেলে ওই তিনজনকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। র্যাবের পক্ষ থেকে তাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করা হয়। তবে আজ আদালত বন্ধ থাকায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাদের রিমান্ড শুনানি হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, আদালত বন্ধ থাকায় শুনানি আজ নাও হতে পারে। আগামীকাল বুধবার তাদের রিমান্ড শুনানি হতে পারে।
মন্তব্য করুন