শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিস্ফোরণে উড়ে গেল বাড়ি

শিকাগোতে কয়েক ঘণ্টা গণলুট, শতাধিক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম বাল্টিমোরে সোমবার স্থানীয় সময় সকালে এক বিস্ফোরণে একটি বাড়ি উড়ে গেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। খবর এনবিসি নিউজের। ‘বাল্টিমোর সান’ দমকল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণ ঘটেছে। তবে বলেছে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি। সিএনএন জানিয়েছে, কর্মকর্তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপে আটকে পড়াদের সন্ধান করছে। বাল্টিমোর ফারায় বিভাগের দেওয়া তথ্যমতে ওই বিস্ফোরণে একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বাল্টিমোর ফায়ার বিভাগের মুখপাত্র বøাইর অ্যাডামস বলেছেন, ‘এখনো পরিস্কার নয় যে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। উদ্ধারকাজ সব সময়ই শ্রমসাধ্য। বিস্ফোরণটা ভয়াবহ ছিল। পুরো বাড়ি ভস্মিভ‚ত হয়েছে। কয়েক টন ধ্বংসাবশেষ পরিস্কার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে গ্যাস লাইন থেকে গ্যাস নির্গত হয়ে ঘটে থাকতে পারে এই বিস্ফোরণ।’ অপরদিকে, যুক্তরাষ্ট্রের শিকাগোতে গণলুটের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার কয়েক ঘণ্টা ধরে এই গণলুট চলে। পরে পুলিশের সঙ্গে লুটেরাদের গোলাগুলি হয়। এই ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন শতাধিক মানুষ। শিকাগোর পুলিশ কর্মকর্তা ডেভিড ব্রাউন লুটেরাদের এমন কর্মকাÐকে ‘খাঁটি অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে শিকাগোর মেয়র লরি লাইটফুট এটিকে বর্ণবাদবিরোধী আন্দোলন অংশ হিসেবে মানতে নারাজ। সিএনএন,সিএনবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন