মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেফতার, বিপুল ভারতীয় ওষুধ জব্দ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

 

নগরীর পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার রাতে সাহা ফার্মেসিতে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় রামজীবন সাহা ওরফে আরজে সাহা জীবনকে (৫০) পাকড়াও করা হয়।

রাজবাড়ী জেলার খানগঞ্জের মৃত রবীন্দ্রনাথ সাহার পুত্র জীবন নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার ফার্মেসিতে তল্লাশি করে ৪ হাজার ৮৮৩ পিস মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ১৫৭টি সিরাপ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ দিন থেকে চোরাই পথে আনা মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রির কথা স্বীকার করেন বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন