শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাস: বিশ্বে সুস্থ হয়েছেন এক কোটি ৩৪ লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১০:২২ এএম

সারাবিশ্বে মহামারী করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে বুধবার পর্যন্ত সাত লাখ ৪৫ হাজার ৬৮৭ জন রোগী মারা গেছেন।

শনাক্ত হয়েছে দুই কোটি পাঁচ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৩৩ হাজার ৯৬২ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৯৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৭ লাখ ৫৫ হাজার ৩৪৮ জন, ব্রাজিলে ২২ লাখ ৪৩ হাজার ১২৪, ভারতে ১৬ লাখ ৩৮ হাজার ১০১, রাশিয়ায় সাত লাখ তিন হাজার ১৭৫, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ২৬ হাজার ১২৫, চিলিতে তিন লাখ ৪৯ হাজার ৫৪১, পেরুতে তিন লাখ ২৯ হাজার ৪০৪ জন সুস্থ হয়েছেন।

মেক্সিকোতে তিন লাখ ৩২ হাজার ৮০০ জন, ইরানে দুই লাখ ৮৮ হাজার ৬২০, পাকিস্তানে দুই লাখ ৬১ হাজার ২৪৬, সৌদি আরবে দুই লাখ ৫৫ হাজার ১১৮, তুরস্কে দুই লাখ ২৬ হাজার ১৫৫, ইতালিতে দুই লাখ দুই হাজার ৪৬১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে এক লাখ ৯৯ হাজার ৯০০ জন, কানাডায় এক লাখ ছয় হাজার ৭৪৬, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৭৮৬, অস্ট্রেলিয়ায় ১২ হাজার ৩৯৩ চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ ছাড়া কাতারে এক লাখ ১০ হাজার ৩২৪ জন, কুয়েতে ৬৪ হাজার ৭৫৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ৯৬১, সিঙ্গাপুরে ৫০ হাজার ১২৮, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৪০০, মালয়েশিয়ায় আট হাজার ৮০৯ জন এবং বাংলাদেশে এক লাখ ৫১ হাজার ৯৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন