শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরচ্যারি ক্যাম্প শুরু ১৬ আগস্ট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ৭:২২ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ১৬ আগস্ট টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হচ্ছে আরচ্যারির ক্যাম্প। তিন ধাপে ১৮ জন আরচ্যার অংশ নিবেন এই ক্যাম্পে। তথ্যটি বুধবার নিশ্চিত করেছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। ক্যাম্পের প্রথম দিন জাতীয় আরচ্যারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকের কাছে প্রথম ধাপে আটজন আরচ্যার রিপোর্ট করবেন। এরা হলেন- রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, ইমদাদুল হক মিলন, শাকিব মোল্লা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ তামিমুল ইসলাম, আব্দুর রহমান আলিফ ও প্রদীপ্ত চাকমা। ২২ আগস্ট দ্বিতীয় ধাপে ইতি খাতুন, বিউটি রায়, মনি রানী সরকার ও দিয়া সিদ্দিকী এবং ২৯ আগস্ট তৃতীয় ধাপে ক্যাম্পে আসবেন অসীম কুমার দাস, মোহাম্মদ আশিকুজ্জামান, সিয়াম সিদ্দিকম আসিফ মাহমুদ, বন্যা আক্তার এবং সুমা বিশ্বাস। প্রত্যেক ধাপেই আরচ্যার ও স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে এবং কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানায় ফেডারেশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন