মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাইফস্টাইল

মাউথওয়াশে কমে ঝুঁকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ১২:০০ এএম | আপডেট : ৫:২৪ পিএম, ১৩ আগস্ট, ২০২০

গার্গল করার মাউথওয়াশ মাত্র ৩০ সেকেন্ড ব্যবহার করলে নভেল করোনাভাইরাসের ঝুঁকি কমে বলে দাবি করেছেন জার্মানির গবেষকেরা। ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, মাউথওয়াশ সার্স-কভ-২ ভাইরাসকে ‘নিষ্ক্রিয়’ করতে সক্ষম। এতে ভাইরাল লোড কমে যায়।
এই গবেষণার জন্য বিশেষজ্ঞরা জার্মানির বহুল পরিচিত আটটি কোম্পানির মাউথওয়াশ ব্যবহার করেন। ল্যাবে তারা প্রতিটি মাউথওয়াশের সঙ্গে মুখের লালা মিশ্রিত ভাইরাসের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেন। গার্গল করলে যে প্রভাব সৃষ্টি হয় সেভাবে ৩০ সেকেন্ড রাখা হয়।

প্রতিটি পরীক্ষায়ই ভাইরাল লোড কমার প্রমাণ পাওয়া গেছে। তিনটি মাউথওয়াশের ক্ষেত্রে ৩০ সেকেন্ড পর কোনো ভাইরাসই শনাক্ত করা যায়নি। গবেষকেরা বলছেন, মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এটি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন।

সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, মাউথওয়াশ করোনার ঝুঁকি কমাতে পারে মাত্র। এটি কোনো চিকিৎসা ব্যবস্থা নয়। রুহর-ইউনিভার্সিটি বোচুমের অধ্যাপক এবং গবেষক দলের প্রধান টনি মিয়েস্টার বলছেন, ‘মাউথওয়াশ দিয়ে গার্গল করলে ভাইরাস দমন হবে না। কিন্তু কিছু সময়ের জন্য এটি ভাইরাল লোড কমিয়ে দেবে, যা থেকে সম্ভাব্য ইনফেকশন থেকে আপনি রক্ষা পেতে পারেন।’
মিয়েস্টার জানিয়েছেন, মাউথওয়াশের প্রভাব ঠিক কতক্ষণ থাকে সেটি জানতে তারা আরও গবেষণা করতে চান। সূত্র : ইকনোমিক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
হৃদয়ের ভালোবাসা ১৩ আগস্ট, ২০২০, ২:১২ এএম says : 0
ধন্যবাদ সুন্দর একটি গবেষনা।
Total Reply(0)
হোসাইন এনায়েত ১৩ আগস্ট, ২০২০, ২:১২ এএম says : 1
ঝুঁকি কমলে ভালো।
Total Reply(0)
তাসফিয়া আসিফা ১৩ আগস্ট, ২০২০, ২:১৩ এএম says : 2
এরকম নিউজ পড়তে পড়তে অতিষ্ঠ হয়ে গেছি।
Total Reply(0)
গাজী ওসমান ১৩ আগস্ট, ২০২০, ২:১৩ এএম says : 2
হে আল্লাহ তুমিই একমাত্র আমাদের ভাইরাস থেকে উদ্ধারকারী।
Total Reply(0)
মারিয়া ১৩ আগস্ট, ২০২০, ১১:১১ এএম says : 0
করোনা থেকে বাঁচতে হলে সতর্কতার কোন বিকল্প নেই
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন