শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এনআরবিসি ব্যাংকের ওয়েব বেইজড করপোরেট ব্যাংকিং ‘প্লানেট প্লাস’ চালু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ৭:১৩ পিএম

করপোরেট গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমকে সহজ করতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক নিয়ে এলো সম্পূর্ণ ওয়েব বেইজড কর্পোরেট ব্যাংকিং সার্ভিস ‘প্লানেট প্লাস’। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অত্যাধুনিক এই ব্যাংকিং সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে আরও যুক্ত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। প্রধান কার্যালয় থেকে ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও দেশব্যাপী ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকরাও ভিডিও কনফারেন্সে অংশ নেন। ‘প্লানেট প্লাস’ এনআরবিসি ব্যাংকের নিজস্ব আইসিটি বিভাগের তৈরি করা একটি অনলাইন ব্যাংকিং সেবা যা কর্পোরেট গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমকে আরো স্বাচ্ছন্দ্যময় ও দ্রুততর করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন