শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সিরিয়া সীমান্ত বন্ধ করছে জর্ডান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেবে জর্ডান। দেশটির উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী দেশ সিরিয়ায় কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় জর্ডান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জর্ডানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সীমান্ত ও বিমানবন্দর সম্পর্কিত বিষয় নিয়ে সরকারি পর্যায়ে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী এক সপ্তাহ সিরিয়ার জাবের সীমান্তের সঙ্গে জর্ডানের সীমান্ত বন্ধ থাকবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক এক টুইট বার্তায় বলেন, জাবের সীমান্ত দিয়ে করোনার বিস্তার ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই এখনই এই ভাইরাসের বিস্তার বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে। তিনি আরও জানিয়েছেন যে, ইরাক এবং সউদী আরবের সঙ্গে সীমান্ত বন্ধের বিষয়েও সরকার পর্যালোচনা করে দেখবে। জর্ডানের জন্য তাদের এসব সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ বাণিজ্যের ক্ষেত্রেই এগুলো ব্যবহৃত হয়। প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক বলেন, সীমান্তে আমাদের বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিতে হচ্ছে কারণ বিভিন্ন সীমান্ত স্থানীয়ভাবে মহামারি ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় উৎসে পরিণত হচ্ছে। তিনি জানিয়েছেন, দেশটিতে গত মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টায় নতুন করে কমপক্ষে ২৫ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দ্রæত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সীমান্তে কোয়ারেন্টাইন-সহ সব ধরনের স্বাস্থ্যবিধি জারি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সাদ জাবের। গত মার্চে জর্ডানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে জর্ডান সরকার। ফলে আশেপাশের অন্যান্য দেশের তুলনায় জর্ডানে সংক্রমণ এবং মৃত্যু অনেক কম। এএফপি, রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন