শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবারো জ্বলছে অ্যামাজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু আবারো এই ফুসফুসে সৃষ্টি হয়েছে দাবানল। দাউ দাউ করে জ্বলছে অ্যামাজন জঙ্গল। আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম এবং দমকল বাহিনীর শতাধিক সদস্য দিন-রাত চেষ্টা চালাচ্ছে এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছুতেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছে ব্রাজিল সরকার। তাপমাত্রা আর বায়ু প্রবাহের দিক অনুক‚লে না থাকায় আগুন কমার বদলে উল্টো বেড়ে যাচ্ছে। চলতি মাসের মাত্র প্রথম দশদিনেই নতুন করে অ্যামাজন বনের প্রায় ১০ হাজারটি নতুন জায়গায় দাবানল জ্বলতে দেখা যায়। দেশটির একটি সরকারি হিসাবে জানা যায়, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছর আগুন বেড়েছে ২৮ শতাংশ বেশি। এতে আবারও গত বছরের আগস্ট সেপ্টেম্বরের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, বিশেষজ্ঞদের বরাতে কাতারের গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ব্রাজিলে শুষ্ক আবহাওয়া মাত্র শুরু হয়েছে। আর দাবানল যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এর পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আর এতে বিশ্বের চিরহরিৎ বনের পাশাপাশি বহু বন্য প্রাণী হারিয়ে যাবে। রয়টার্স, আল-জাজিরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন