বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফেঁসে যাচ্ছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

শাস্তি এড়াতে স্পেনে পালিয়ে গিয়েছিলেন মেক্সিকোর তেল কেম্পানি পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এমিলি লসোভা। তবে গত জুলাই মাসে সে দেশ থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়। গত মঙ্গলবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর বিরুদ্ধে তদন্ত করতে হচ্ছে তাদের। কারণ হিসেবে বলা বলা হয়, এমিলি লসোভো স্বীকারোক্তি দিয়েছেন- ২০১২ সালের নির্বাচনী প্রচার-ব্যয়ের বড় অংশ ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেশটের কাছ থেকে ঘুষ হিসেবে পেয়েছিলেন এনরিকে পেনা নিয়েতো। এক ভিডিও বার্তায় মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আলেসান্দ্রো গার্ৎস মানেরো জানান, পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, সাবেক প্রেসিডেন্ট নিয়েতো এবং তার অর্থসচিবের নির্দেশেই ওডেব্রেশটের কাছ থেকে ৪০ লাখ ডলারেরও বেশি অর্থ নিয়েছিলেন তিনি। পুরো টাকা নিয়তোর নির্বাচনী প্রচারে ব্যয় করা হয়েছিল। এপি, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন