শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গত দশক ছিল সবচেয়ে উষ্ণতম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

বুধবার এক নতুন রিপোর্টে জলবায়ু পরিবর্তনের মারাত্মক বাস্তবতা প্রকাশ পেলো। ৬০ দেশের পাঁচ শতাধিক বিজ্ঞানীর সমীক্ষায় গত এক দশক ছিল পৃথিবীর ইতিহাসে রেকর্ড উষ্ণতম। ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’স সেন্টার্স ফর এনভায়রনমেন্টার ইনফরমেশনের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি হয়েছে, যাতে অংশ নেন ৫২০ জনেরও বেশি বিজ্ঞানী। পৃথিবীর জলবায়ু অনুযায়ী ২০১৯ সাল ছিল চরম উষ্ণময়। উষ্ণতম বছরের প্রতিফলন ঘটেছিল ব্যাপকভাবে। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল এবং ইউরোপ, জাপান, পাকিস্তান ও ভারতে ছিল মারাত্মক তাপদাহ; প্রায় একশটি সাইক্লোন তাÐব চালিয়েছে বিশ্বে, হিমবাহ ও সামুদ্রিক বরফ গলেছে উদ্বেগজনক হারে এবং বন্যা-খরায় ভুগেছে তাবৎ পৃথিবী। স্টেট অব দ্য ক্লাইমেট, ২০১৯-এ আমেরিকান মেটিওরোলজিকাল সোসাইটির প্রকাশিত প্রতিবেদনে ২০১৯ সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। এই সময়ে গ্রিনহাউজ গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে ছিল সর্বোচ্চ হারে। উনিশ শতকের মাঝামাঝি থেকে জলবায়ু রেকর্ড করার পর গত এক দশক ছিল সবচেয়ে উষ্ণতম। রিপোর্টে বলা হয়েছে, ‘১৯৮০ সাল থেকে প্রত্যেক দশক আগের দশকের চেয়ে উষ্ণ ছিল, স¤প্রতি (২০১০-২০১৯) এই উষ্ণতা আগের (২০০০-২০০৯) চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আমাদের জলবায়ু পরিবর্তিত হচ্ছে, গ্রিন হাউস বেড়ে যাওয়ায় জনজীবন ব্যহত হচ্ছে।’ গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে উষ্ণতা ১৯৯০ সালের চেয়ে ৪৫ শতাংশ বেড়ে গেছে বলে লক্ষ করেছেন গবেষকরা। গাড়ি, বিমান ও ধোঁয়া নির্গমনকারী কারখানাগুলোর ব্যবহার করা জীবাশ্ম জ্বালানী বাতাসে ছড়িয়ে পড়ে এই বসবাসযোগ্য গ্রহকে আরও উষ্ণ করে তুলছে বলে জানান তারা। ইন্টারনেট।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন