মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদুল আযহায়ও টিআরপি রেটিংয়ে আরটিভি শীর্ষে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১০:২১ এএম

গত ঈদুল ফিতরে ঈদের অনুষ্ঠান প্রচারের মান নিয়ে টিআরপি রেটিংয়ে আরটিভি প্রথম স্থান অধিকার করেছিল। গত ঈদুল আযহায়ও চ্যানেলটি এ অবস্থান ধরে রেখেছে। এবারের চ্যানেলটির ঈদ আয়োজনে কোন নাটক বা অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়নি। ৩৫টি একক নাটক, ৭ পর্বের ২টি ধারাবাহিক নাটক, ৩টি গানের অনুষ্ঠান, একটি নৃত্যানুষ্ঠান এবং ১৪টি বাংলা চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছিল পুরো আয়োজন। ব্যঞ্জনবর্ণ, আপনার ছেলে কি করে?, ভেজ নন ভেজ, বনলতা ও জোনাকির গল্প নাটকগুলো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। হৈ হৈ রৈ রৈ নামে ৭ পর্বের ধারাবাহিকটিও ঈদে দর্শকদের আনন্দ দিয়েছে। আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমরা সবসময় দর্শকদের পছন্দের প্রতি যত্মশীল। বিনোদনের পাশাপাশি মানুষকে সচেতনতার দিকগুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় রাখি। আমি মনে করি, দর্শক জরিপে শীর্ষে আসায় আমাদের দর্শকদের প্রতি দায়িত্ব আরো বেড়ে গেলো। সামনের দিনগুলোতেও দর্শকরা আমাদের পাশে থাকবে, এমটাই আশা করি। অনেক চ্যানেল পুরনো নাটক এবং অনুষ্ঠান প্রচার করলেও আরটিভি তা করেনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন